বেনাপোলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৪

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১৭:৪৫

বেনাপোল প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় গ্রামে কোহিনুর বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ বেনাপোল পৌর এলাকার লটা দীঘি গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ৪টার দিকে বেনাপোলের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, কোহিনুরের সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শারীরিক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশে ওড়না পেচিয় ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্বামী হৃদয়কে পাশের গ্রাম থেকে পুলিশ আটক করে।

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনের বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply