বিপিএমপিএ, খুলনা শাখার মাসিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১৫:৫৬

ভয়েজ ডেস্ক : শুক্রবার, রাত ৭:৩০ মিনিটে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার খুলনা ক্লাব লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের প্রতিবাদ্য বিষয়টি ছিলো “Diagnostic Dilemma of Surgical: Debate Among the Doctors”। প্রাবন্ধিক আজকের সেমিনারের সায়েন্টিফিক পেপার টি ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মাহুতিদান করা সকল শহীদের প্রতি সর্মপণ করেন। এই সায়িন্টিফিক পেপারটি উপস্থাপন করেন বিপিএমপিএ, খুলনা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু।

উক্ত সেমিনারের চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের সাবেক সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইসরাইল বিশ্বাস ও খুলনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আসাদুল্লাহিল গালিব।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিপিএমপিএ, খুলনা শাখার বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান। উক্ত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপিএমপিএ, খুলনা শাখার সহ-সভাপতি ডা. মো: মোস্তফা কামাল।

এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. মো: বোরহান উদ্দিন আহমেদ, ডা. আর. কে. নাথ, ডা. এম. আর. খান, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, লাইব্রেরী ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদ হাসান লেনিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. আবু মো. মঈনউদ্দিন-আল-আমিন, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. কানিজ ফাহমিদা, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. চন্দন কুমার সাহা, ডা. নুরসেরাত আহমেদ, ডা. আরিফা রহমান, ডা. নাজদান লস্কর, ডা. অনুপ কুমার দে ও ডা. মো. রকিবুল ইসলাম সহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যক সম্মানিত চিকিৎসকবৃন্দ।

Leave a Reply