ভয়েজ ডেস্ক : খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক মরহুম আজিজুল হাসান দুলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ সেপ্টেম্বর’২৪ বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর বিএনপি। দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
উল্লেখ্য, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে ২০ আগস্ট’২২ তারিখ দুলু অসুস্থতা বোধ করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত রিং পরানো হলেও তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরে ডাক্তারদের পরামর্শে ৪ সেপ্টেম্বর’২২ তারিখে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
বিএনপি নেতা দুলু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১৩:০৫
Leave a Reply