বারান্দা থেকে পড়ে মৃত্যু জনপ্রিয় গায়কের

প্রকাশিতঃ অক্টোবর ১৭, ২০২৪, ১৬:১৫

ডেস্ক নিউজ : জনপ্রিয় ব্রিটিশ গায়ক লিয়াম পেইন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে ৩১ বছর বয়সী লিয়াম হোটেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন। ধারণা করা হচ্ছে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পেইন। এরপর হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়েন।

এদিকে ওই হোটেলের ম্যানেজার জানান, পেছনের দিকে বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়ামকে মৃতবস্থায় পায়।

গান শোনাতে ২ অক্টোবর আর্জেন্টিনা যান পেইন। এরপর থেকে দেশটিতে অবস্থান করছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুর খবর শুনে ভিড় জমান ভক্তরা।

মাত্র ১৬ বছর বয়সেই ওয়ান ডিরেকশনের অংশ হন পেইন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন। একাধিক অ্যালবামে হ্যারি স্টাইল, জেইন মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পেইন।

Leave a Reply