বাবুগঞ্জে ওড়নায় ফাসঁ পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ অক্টোবর ২৫, ২০২৪, ১৬:৪২

বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে খেলা করতে গিয়ে ঘরের মধ্যে গলায় ওড়নায় ফাসঁ লেগে মোসা. সায়মা (৯) নামে এক শিশুর গত বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয়েছে। জানাযায়, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামের একই পরিবারের তিন সন্তান নিজ বসত ঘরের রুমের মধ্যে ওড়না দ্বারা গরু বাধাঁ খেলা করছিল। এসময় খেলার ছলে গরু বাধাঁর মতো সায়মার গলায় ওড়না পেচাঁনো ছিল। ওই ওড়নায় ফাসঁ পড়ে। এসময় গুরুতর অসুস্থাবস্থায় সায়মাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

Leave a Reply