বানারীপাড়ায় ছাত্রদল নেতার হামলায় কলেজ শিক্ষার্থী আহত

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১৭:০১

বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় ছাত্রদল নেতার হামলায় কলেজ শিক্ষার্থী মো. নাঈম মৃধা (২০) আহত হয়েছে।
জানাযায়, বরিশাল হাতেম আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামের মো. নাঈম মৃধা গতকাল বানারীপাড়া থানায় অভিযোগ করেন, তার বড় ভাই মো. আল-আমিন মৃধা দক্ষিন কোরিয়া প্রবাসী। সেই সুবাদে একই এলাকার বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মৃধা ২ লাখ টাকা চাদাঁ দাবি করে। ওই টাকা না পেয়ে গতশুক্রবার বিকালে একদল দুর্বৃত্ত তার উপর অর্তকিত ভাবে লাঠিসোডা নিয়ে হামলা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতাবস্থায় উদ্ধার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে আরও জানান, এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply