বরিশাল : পটুয়াখালী বাউফলে এক নারীসহ কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মিজান মোল্লাকে (৪৭) স্থানীয় বিএনপির লোকজন মারধর করে পুলিশ সোর্পদ করেছেন। বিএনপির অভিযোগ, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মাদক ব্যবসা এবং জমি দখল করে সাধারন মানুষের সম্পদ লুন্ঠন লুটপাট করার।
জানাযায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের কলেজ রোড এলাকায় গত মঙ্গলবার রাত ৯ টার দিকে স্থানীয় আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় যান যুব লীগ নেতা মো. মিজান মোল্লা। এসময় স্থানীয় বিএনপির লোকজন ওই যুব লীগ নেতাকে বাসার মধ্যে আটক করে মারধর করেন টাকা-পয়সা হাতিয়ে নেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনা স্থলের দুইতলা বিল্ডিংয়ের নিচতলার একটি রুম থেকে মিজান মোল্লাসহ এক নারীকে আটক করে। অপরদিকে মিজান মোল্লা জানান, কয়েকজন কিশোরী তাকে মারধর করে ওই বাসায় আটক করে রাখেন। এসময় তিনি আত্মরক্ষার জন্য দৌড়ে একটি বাড়ির নিচতলার রুমে প্রবেশ করে। এখানে কোন নারী সংক্রান্ত বিষয় নেই। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত না। অন্যদিকে আকটকৃত নারী জানান, তাকে ডেকে এনে জোর করে কিছু লোক এই বাসায় ঢুকিয়েছেন। আর যুব লীগ নেতা মিজান মোল্লার সাথে তার কোন অনৈতিক সর্ম্পক নাই এবং হয়নি। বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশ খবর দেন। পুলিশ ঘটনা স্থল থেকে এক নারীসহ যুবলীগ নেতাকে থানা নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও জমি দখলসহ বেশ কিছু অভিযোগ আছে। জিজ্ঞাবাদ করা হলে, অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে।
বাউফলে নারীসহ যুবলীগ নেতা আটক
প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০২৪, ১৫:৫৭
Leave a Reply