খুবি প্রতিনিধি: কারও পরনে শাড়ি, কেউবা আবার পরেছেন পাঞ্জাবি। একসাথে জমিয়ে আড্ডায় মেতেছেন সবাই। কেউ বা ব্যস্ত গল্পে কেউ বা কাজে, আবার কয়েকজন এদিক ওদিক ছুটাছুটি করে তুলছেন ছবি। দেখে মনে হচ্ছিলো জগতের সব চেয়ে সুখী ওরা। হবারই তো কথা তাদের আজ উৎসবের দিন। বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন কতৃক আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্ট ও চড়ুইভাতির উচ্ছ্বাসের কথা।
শুক্রবার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের নিজস্ব করিডরে আড্ডা, গল্প, ভোজন সব মিলিয়ে এক প্রাণবন্ত দিন কাটায় বাংলা পরিবার। প্রকৃতিতে শীতের বাতাস ধীরে ধীরে লাগতে শুরু করেছে, উঁকি দিচ্ছে শীতের মিষ্টি সূর্য। এর মাঝে চড়ুইভাতির আয়োজন এনে দিয়েছে এক অন্যরকম আনন্দ।
এদিন সকাল থেকে শহীদ মীর মুগ্ধ বাংলা ডিসিপ্লিনের ছয় দলীয় ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বাংলা ডিসিপ্লিনের নাটমণ্ডপে দুইদিন ধরে চলতে থাকা এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সম্মাননা দেওয়া হয়। এসময় ডিসিপ্লিনের সকল ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সবশেষে বাংলা ডিসিপ্লিনের ২২ ব্যাচের আয়োজনে, ডিসিপ্লিনের তৈরি হয় চড়ুইভাতির এক উৎসবমুখর পরিবেশ। নবীন পরিচিতি এবং সবার অংশগ্রহণে শেষ হয় এই আয়োজন।
Leave a Reply