বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাংলাদেশে যাতায়াত অনেক আগে থেকে। ঢালিউডেও একসময় ছিলেন নিয়মিত। পেয়েছিলেন জনপ্রিয়তা। গত বছরও এসেছিলেন কাজের সূত্রে। সেসময় চুক্তি বদ্ধ হয়েছিলেন তরী নামের একটি সিনেমায়। নতুন খবর হলো ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে।
সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করে ছবির পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়।’
এরপর বলেন, ‘এখন নতুন করে শুটিংয়ে পরিকল্পনার কথা ভাবছি। এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদির মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই।’
গত বছর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন ঋতুপর্ণা। সে সময় তাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন রাশিদ পলাশ।‘তরী’ ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।
Leave a Reply