খুবিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রোগ্রামে খুবি উপাচার্য
বাংলাদেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উম্মোচিত করবে

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৯:২৪

ডেস্ক নিউজ : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর প্রথম কোহর্ট এর পিচ-ডে ১৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ বিকেল ৪ টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ও ফোকাল পয়েন্ট ড. জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্তের সূচনা করেছে। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো দেশের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন খাতকে আরো শক্তিশালী এবং বেগবান করা। তিনি আরো বলেন, এই প্রোগ্রাম তরুণ উদ্যোক্তা ও সৃজনশীল প্রতিভাবানদের যেমন দক্ষতা উন্নয়নে সহায়তা করবে, তেমনি স্থানীয় সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করবে। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ইউনিভার্সিটি ইনোভেশন হাব এর প্রকল্প পরিচালক জনাব আব্দুল ফাত্তাহ মোঃ বাল্লিগুর রহমান, কনসালটেন্ট এ এন এম সাদিকুল ইসলাম ও আইনান তাজরীয়ান উপস্থিত ছিলেন। ১৪ সপ্তাহব্যাপী এই ইউনিভার্সিটি ইনোভেশন হাব এর অধীনে পরিচালিত ট্রেনিং প্রোগ্রামে ৬টি টিম অংশগ্রহণ করে এবং আজ পিচ-ডে তে তাদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহিনা রহমান। সমগ্র প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক বিবেচনায় টিম ‘অরগিন’ প্রথম স্থান অধিকার করে। মেন্টরস এবং জুরিবোর্ড কর্তৃক প্রতিটি টিমকে মূল্যায়ন করে ভিন্ন ভিন্ন পরিমাণের সিডমানি স্ট্যার্টআপ কোম্পানীর জন্য প্রদান করা হয়।
এর আগে বিকেল ৩ টায় উপাচার্যের কার্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব এর প্রকল্প পরিচালক জনাব আব্দুল ফাত্তাহ মোঃ বাল্লিগুর রহমান ও কনসালটেন্ট এ এন এম সাদিকুল ইসলাম, আইনান তাজরীয়ান সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপাচার্য তাঁদেরকে শুভেচ্ছা জানান এবং এই ইনোভেশন হাব প্রোগ্রামের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং প্রোগ্রামের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. জি এম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply