স্পোর্টস ডেস্ক : ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে বাংলাদেশ। এমন শুরুর পর বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াল মেঘ। আলোক স্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা। আকাশে মেঘ থাকায় বৃষ্টিরও সম্ভাবনা আছে।
চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়ে গেছে। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ, জ্বালানো হয়েছে স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে মাঠকর্মীরা পিচ ঢেকে দিয়েছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা।
Leave a Reply