ক্রীড়া ডেস্ক : সকাল থেকে কানপুরের আকাশ ছিল মেঘলা। বেলা গড়াতেই নামে বৃষ্টি। ঠিক বাংলাদেশ দলের অনুশীলনের ঘণ্টাখানেক আগে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তাতে বিঘ্ন ঘটতে পারে অনুশীলনেও।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের কথা রয়েছে দুপুর ১টা ৩০ থেকে। এই প্রতিবেদন লেখার সময় হালকা বৃষ্টি ঝরছিল। এই মুহূর্তে মাঠ ঢেকে রাখা হয়েছে কভারে।
চেন্নাই টেস্ট শেষের দুই দিন পর বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে বুধবার। মাঝে একদিন বিশ্রাম ও আরেকদিন গেছে ভ্রমণে। প্রথমদিন অনুশীলনে বেশ গরম পড়েছিল। তার মধ্যেও কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ।
গতকাল কানপুরের গরমে লম্বা সময় ধরে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।বরাবরের মতো মুশফিকুর রহিম ছিলেন সবার চেয়ে এগিয়ে। প্রায় দুই ঘণ্টা ধরে টানা ব্যাটিংয়ের পর আবার দৌড়েছেনও। এ ছাড়া টেলএন্ডাররাও ব্যাটিং করেছেন সময় নিয়ে। চেন্নাইয়ে একাদশের বাইরে থাকা তাইজুল ইসলাম ও জাকের আলী অনিকও ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে।
২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দুটি পিচ তৈরি হয়েছে কানপুরের গ্রিনপার্কে। তবে কোনটিতে খেলা হবে এখনো নিশ্চিত হয়নি ম্যানেজমেন্ট। স্পিন সহায়ক এই উইকেট দেখেই বিবেচনা করা হবে একাদশ। এখানে ২০২১ সালে হওয়া সবশেষ টেস্টে দুই ইনিংসে ভারতের হয়ে ১৮ উইকেট নেন স্পিনাররা।
এই পিচে কেমন করবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘পিচ একটু দেখেছি। মাঠকর্মীরা দুটি পিচ তৈরি করছে। কোনটা বেছে নেওয়া হবে জানি না। কাল এসে হয়তো দেখতে হবে।’
চেন্নাইয়ে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ আছে ব্যাকফুটে। দ্বিতীয় টেস্টের আগে মনোবল কেমন বাংলাদেশের? হাথুরুসিংহে দিয়েছেন বড় টোটকা, ‘সবচেয়ে বড় অনুপ্রেরণা আসে- তুমি তোমার দেশের হয়ে খেলছো। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায়, এসব নিয়েই আমরা ভাবছি।’
Leave a Reply