বরিশাল অফিস : বরিশাল সরকারি বিএম কলেজে সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধাঁ দিয়েছেন শিক্ষার্থীরা। গত রবিবার (৬ অক্টোবর) সকালে তিনি কলেজে যোগদান করবেন এমন খবরে সকাল থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, অধ্যাপক ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃত্ত ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন। শিক্ষার্থীরা আরও জানান, আগামী ৯ অক্টোবরের মধ্যে উপাধ্যক্ষ হিসেবে বিএম কলেজে যোগদানের শেষ তারিখ। তাই শিক্ষার্থীরা এ দুই দিন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখবেন। এব্যাপারে অধ্যাপক ফাতেমা হেরেন জানান, আমি শিক্ষকতা করি এবং পেশা থেকেই সরকারের সকল বিধি নিষেধ মেনে চলছি। শিক্ষার্থীদের কেউ ভূল বোঝাচ্ছে। তাই তারা না বুঝে এ আন্দোলন করছে। তিনি আরও বলেন, ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন এবং তদস্থলে ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।
বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষকে যোগদানের বাধাঁ
প্রকাশিতঃ অক্টোবর ৬, ২০২৪, ১৪:৪৯
Leave a Reply