বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ অক্টোবর ৬, ২০২৪, ১৪:৫২

বরিশাল অফিস : বরিশাল মহাগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও শক্তিশালী করতে সমন্তিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে গত শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমপি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মো. আলী আররাফ ভূঞা, উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক)এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লাসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিম সদস্যরা।
সভায় পুলিশ কমিশনার বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা। এখানে পুলিশ বিভাগ শতভাগ দায়িত্ব পালন করলে কোন ধরনের যানজট থাকতে পারে না। তাই পুলিশ যথাযথ ভাবে দায়িত্ব পালন করে বরিশাল মহানগরী হবে যানজট মুক্ত নগরী।

Leave a Reply