চট্টগ্রাম ওয়াসার এমডিকে ৭ দিনের আল্টিমেটাম 

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ১০:০১

ভয়েজ ডেস্ক :  এবার চার দফা দাবি আদায়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহকে আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওয়াসা ভবনে অবস্থানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পরে এমডিকে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এসব দাবি সাত দিনের মধ্যে বাস্তবায়নে আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি আদায় না হলে তারা এমডির পদত্যাগ দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের চার দফা দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম ওয়াসার সহকারী পাম্প চালকদের করা মামলা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রায় সঠিকভাবে বাস্তবায়ন এবং আইনগত জ্যেষ্ঠতা প্ৰদান করতে হবে, অবিলম্বে কো-অপারেটিভের নামে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা লুটপাট বন্ধ করতে হবে এবং অবৈধ স্থাপনা গুলো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিতে হবে, কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ২০২৪ পর্যন্ত চূড়ান্ত হিসাব আপডেট করতে হবে এবং চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা/কর্মচারীরা চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৫ দিনের মধ্যে চূড়ান্ত পাওনা পরিশোধ করতে হবে।
চট্টগ্রাম ওয়াসার এমডির কক্ষে গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় এমডির দুর্নীতি-অনিয়ম নিয়ে উপস্থিত লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। কেউ কেউ এমডির পদত্যাগের দাবিতেও স্লোগান দিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, চার দফা দাবি আদায়ে আজ আমরা ওয়াসা ভবনে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেছি। চার দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করেছি। এসব দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে ওয়াসার এমডিকে। উক্ত সময়ের মধ্যে দাবি মানা না হলে তার পদত্যাগে আমরা কর্মসূচি পালন করবো।
এর আগে, রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগসহ ১৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৯৪২ সালে জন্ম নেওয়া এ কে এম ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন ২০০০ সালে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান। এরপর আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি করা হয়। ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয়। তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। সেই থেকে ১৫ বছর ধরে এমডি পদে দায়িত্ব পালন করছেন তিনি।

Leave a Reply