বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত কুষ্টিয়ায়, অবর্ণনীয় দুর্ভোগ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ২০:২৯

ভয়েজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের প্রভাবে টানা ৩ দিন ধরে অনবরত বৃষ্টি ঝরছে কুষ্টিয়ায়। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এই জেলায়। মাঝে মাঝে বইছে দমকা হাওয়া। টানা এমন বৃষ্টিতে জেলার অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

অনেক স্থানে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়ার এমন বৈরী আচরণে নাকাল হয়ে পড়েছে মানুষ। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। জীবন-জীবিকার তাগিদে বৃষ্টি মাথায় নিয়ে ঘর থেকে বেরিয়েছেন অনেকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আমার বাড়ির উঠোন ডুবে গেছে। সন্তানদের নিয়ে খুব কষ্টে রয়েছি। অফিস যেতেও কষ্ট হচ্ছে।’

একই উপজেলা ধুবাইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের কৃষক মারফত আলী বলেন, ‘টানা তিন দিনের বৃষ্টিতে আমার প্রায় চার বিঘা ধানক্ষেত ডুবে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।’

কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় ১২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’

এই আবহাওয়া কর্মকর্তা আরও বলেন, ‘আগামীকাল পর্যন্ত (মঙ্গলবার) নিম্নচাপটি দুর্বল হয়ে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।’

Leave a Reply