তথ্য প্রযুক্তি : নতুন একটি স্মার্টফোন কিনলে সেটি সুদৃশ্য বক্সে দেওয়া হয়। এই বক্সে ফোন, চার্জার, হেডফোন, সিম ইজেক্টরসহ আরও অনেক কিছুই থাকে। আমরা চার্জার এবং ইয়ারফোনের মতো গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ নিরাপদে রেখে দিই। কিন্তু কিছু ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে একেবারেই ভুলে যাই।
স্মার্টফোনের বক্সে অনেকগুলো স্টিকার থাকে। এই স্টিকারগুলোর গুরুত্ব না বুঝেই ব্যবহারকারীরা তা ফেলে দেন। আসলে তাদের মনে হয়, এই স্টিকারগুলো একেবারেই কাজে আসবে না। যদিও সেটা একেবারেই ভুল। কারণ স্মার্টফোনের নিরাপত্তার জন্য এই স্টিকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে স্মার্টফোনে কার্ভড ডিসপ্লের ট্রেন্ড ক্রমে বেড়েই চলেছে। আর এই ধরনের ডিসপ্লের ক্ষেত্রে সাধারণ স্ক্রিন গার্ড পুরোপুরি ভাবে কার্যকর নয়। আসলে এই ধরনের স্ক্রিন গার্ড যখন কার্ভড ডিসপ্লের ওপর লাগানো হয়, তখন স্ক্রিনের ধারগুলো খালিই রয়ে যায়। অর্থাৎ স্ক্রিনের ধারগুলো সাধারণ স্ক্রিন গার্ড ঢাকতে পারে না। আর স্ক্রিন গার্ডগুলো স্ক্রিনে আটকানোর জন্য ইউভি গ্লু ব্যবহার করা হয়। আর এই গ্লু স্টিকের কারণেই ডিসপ্লে-র উপর চেপে বসে যায় স্ক্রিন গার্ড। ফলে স্ক্রিনের ধারগুলিও সুরক্ষিত থাকে।
যদিও ইউভি গ্লু ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপায় অবলম্বন করা আবশ্যক। কারণ যদি এই গ্লু ফোনের ইয়ারপিস, পাওয়ার বাটন অথবা ফোনের অন্য কোনও অংশে প্রবেশ করে, তাহলে সেই অংশগুলো নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এই গ্লু ফোনের সংবেদনশীল অংশের ভিতরে প্রবেশ করে তা একেবারেই নষ্ট করে দিতে পারে।
আর এখানেই মুশকিল আসান হয়ে উঠতে পারে এই ছোট্ট ছোট্ট স্টিকারগুলো। মূলত গ্লু যাতে ইয়ারপিস, পাওয়ার বাটন এবং ফোনের সংবেদনশীল অংশে প্রবেশ করতে না পারে, তার জন্যই ব্যবহৃত হয় এই স্টিকার। কারণ ফোনের সমস্ত সংবেদনশীল অংশগুলোতে গ্লুয়ের প্রবেশ আটকাতে তা ওই স্টিকার দিয়ে ঢেকে ফেলা হয়। বলা ভালো, স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশগুলি সিল করার কাজে এগুলি ব্যবহৃত হয়। ফলে ফোনও থাকে সুরক্ষিত।
আর সবথেকে বড় কথা হল, এই স্টিকারগুলো ব্যবহার করার পদ্ধতিটাও বেশ সহজ। স্ক্রিন গার্ড লাগানোর আগে ইয়ারপিস এবং পাওয়ার বাটনের মতো অংশে স্টিকার সেঁটে দিতে হবে। এভাবে ক্ষতির হাত থেকে ফোন বাঁচানো সম্ভব।
অথচ বেশিরভাগ মানুষ এই স্টিকারগুলোর ব্যবহার সম্পর্কে ওয়াকিবহালই নন। বরং এগুলোকে অকেজো বলে মনে করেন। আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের ফোনকে গুরুতর ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম। তাই পরবর্তী কালে যখন ব্যবহারকারীরা নতুন ফোন কিনবেন, তখন নতুন মোবাইলের বাক্সে কী কী রয়েছে, সেদিকে নজর দেওয়া জরুরি। ছোট্ট এই জিনিসগুলো ফোনের সুরক্ষার জন্য বড় ভূমিকা পালন করে।
Leave a Reply