ফুলতলায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৬:৩৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি উত্তর আলোচনা সভা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে শপথ বাক্য পাঠ করান সজিবুর জামান রাহুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, তরঙ্গ এর নির্বাহী পরিচালক বাবুল রেজা, ছাত্র প্রতিনিধি শেখ কাওসার, হামজাসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট ফুলতলা টিমের উদ্যোগে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

Leave a Reply