ফারহানা জাহান নিপার পূজামন্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০২৪, ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা,৯ নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ডার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব, প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির অন্যতম সদস্য শামসুল আলম তালুকদারের জ্যেষ্ঠ কন্যা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবান কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা মোড়লগঞ্জ-শরণখোলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদাণ প্রদান করেন। এড. ফারহানা জাহান নিপা বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং বাগেরহাট-৪ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি। তিনি শুক্রবার ও শনিবার বহরবুনিয়া ইউনিয়ন, বনগ্রামের, বহরবৌলা, বিষখালী, শ্রীপুর, দাসখালী, হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর, শৌলখালী ও দৈবজ্ঞহাটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন ফারহানা জাহান নিপা। ফারহানা জাহান নিপা বলেন, আমি বিগত বছরগুলোতে এ অঞ্চলের মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। নির্যাতিত হয়ে কারাগারে ছিলাম দীর্ঘদিন। আন্দোলনে অংশ নিয়ে পরিবার নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আমি হাল ছাড়িনি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করে চলেছি। আওয়ামীলীগ সরকার মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংশ করেছে। শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করেছে। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। ভোটবিহীন একটি গোষ্ঠী জোরপূর্বক স্বৈরাচারী করেছে। এ দেশের মানুষের ওপর জুলুম করেছে। মোড়লগঞ্জ এবং শরণখোলা উপজেলার মানুষও নির্যাতনের শিকার হয়েছে। এখন পরিবর্তনের সময় এবং সর্ব সাধারনের একতাবদ্ধ হওয়ার সময় বলে এলাকাবাসীর যেকোন প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় কেন্দ্রিয় নেতৃবৃন্দদের মধ্যে তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান, বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, খুলনা সরকারি পলিটেকনিক কলেজের ছাত্রনেতা আসাদুজ্জামান প্রিন্স, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি খলিলুর রহমান, মোড়লগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুল ইসলাম মোল্লা, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম. শোয়াইব শরীফ (শোয়েব), তাতীদলের উপজেলা সভাপতি দুলাল হোসেন, তাতীদল নিশানবাড়িয়া নেতা মো.বেল্লাল হোসেন, মো. মাহি, যুবদল নেতা জাহিদ কিসমত, যুবনেতা কাজী কবির হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply