ফটকে তালা লাগিয়ে অফিস করছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১৪:৩৫

ভয়েজ ডেস্ক : চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ’র পদত্যাগের দাবিতে আন্দোলনের পর প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিস করছেন ওয়াসার কর্মকর্তারা। বহিরাগত কেউ প্রবেশের চেষ্টা করলে গেইটে দায়িত্বে থাকা নিরপত্তাকর্মীরা তাদের পরিচয় জানতে চাইছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র।

সর্বশেষ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন।

আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের নেতাকর্মীরা। ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করার সময় এমডি সমর্থকরা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। এরপর থেকে ওয়াসার নিরাপত্তা বাড়ায় কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, বহিরাগতদের প্রবেশ রুখতে ওয়াসার সামনে অবস্থান নিয়েছেন এমডির সমর্থকরা। পাশাপাশি তালা ঝুলিয়ে রেখেছেন ফটকে। ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ব্যতিত কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা অনেক গ্রাহক। প্রবেশে বাধা দেওয়ায় গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী। শুধু প্রধান ফটক নয় এমডি কার্যালয়ের সামনের গেইটও বন্ধ করে রাখা হয়েছে।

ফটকে তালা দেওয়ার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে কার্যালয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল গেইট বন্ধ থাকলেও পকেট গেইট খোলা আছে। গ্রাহকদেরও সেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply