ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

প্রকাশিতঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:৫৫

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলামকে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

১৪ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

আদেশে বলা হয়, প্রজ্ঞাপন জারির ছয় কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন ডা. এএসএম মফিদুল ইসলাম। অন্যথায় সপ্তম দিন হতে তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।

বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর মাহমুদ অনিক। তিনি আরো জানান, স্বাস্থ্য কর্মকর্তা বদলির পর এখনো পর্যন্ত অত্র হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কেউ যোগদান করেনি। তবে কে আসছেন তিনি সঠিকভাবে জানাতে পারেনি।

ফকিরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এএসএম মফিদুল ইসলাম যোগদান করেছিলেন গত ২০/০৩/২০২৩ ইং তারিখ। তিনি যোগদানের পর হাসপাতালের অনেক উন্নয়নের ছোয়া পেয়েছে বলে কয়েকজন চিকিৎসসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা জানান। তিনি কর্মচারীদের সাথে থেকে হাসপাতাল এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা সহ চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে বলে তারা জানান।

ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, তাকে ফকিরহাট থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। তিনি সেখানে রোববার (২৪) নভেম্বর যোগদান করবেন।

Leave a Reply