ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই স্বাস্থ্যসেবা চলে বিকাল ৪টা পর্যন্ত।
ফকিরহাট ডাকবাংলোস্থ বিএনপির কার্যালয়ে ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা।দিনব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের মিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, মোদাশ্বের মল্লিক, যুবদল নেতা নওশের আলী, কাজী মিথুন, মঞ্জুরুল শেখ,শহীদ হাসান রানা, আজম চেঙ্গিস, জিয়া মোড়ল প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল আলম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, এম এ আউয়াল, কবির আহম্মেদ, আহবায়ক কমিটির সদস্য খান সিরাজুল ইসলাম, শেখ মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক শেখ আ. ছালাম,উপজেলা কৃষক দলের আহবায়ক শেখ ফিরোজ আহম্মেদ, মৎস্যজীবি দলের সভাপতি খান শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি সহ জাতীয়তাবাদী যুবদলসহ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
ফকিরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিতঃ অক্টোবর ২৭, ২০২৪, ১৫:২০
Leave a Reply