ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফকিরহাটে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট শাখার আয়োজনে মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকাল ৪টায় ফকিরহাট বিশ্বরোড মোড়েg ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা মো: ফেরদাউস আলী’র সভাপতিত্বে ও মিঠুন চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফকিরহাট উপজেলা শাখার সদস্য সচিব মো: ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ সেলিম উদ্দিন মো: আনিচুর রহমান। বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান সৈকত, আসাদুজ্জামান আহাদ, রাকিবুল ইসলাম, নাইম ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নোমান আল মেহেদী, শামিম হাসান, কাজী মিরাজ, শরীফ শেখ, নাজমুল হাসান, যুবদল নেতা সোহেল, শ্রমিক দল নেতা এসআই রুবেল, জামাল শেখ,লিটন শেখ, মো: লাবু প্রমুখ।
Leave a Reply