বিনোদন ডেস্ক : নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসব দাপিয়ে এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হতে চলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে অভিনেত্রীকে দেখা যায় ‘প্রিয় মালতী’ সিনেমার পুরো টিমকে নিয়ে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ফটোশুট করেছেন।
ছবিগুলো শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘রেড কার্পেট থেকে প্রিয় মালতীর।’ এদিকে তিনি কালো শাড়িতে এক ভিন্ন লুকে ভক্ত-অনুরাগীদের মাছে ধরা দিয়েছেন।
কমেন্ট বক্সে অনুরাগীরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন। আকাশ নামে এক ভক্ত লিখেছেন, ‘আমাদের ‘প্রিয় মালতী’ এখন আন্তর্জাতিক মঞ্চে, অসাধারণভাবে নিজেদের সুন্দর ছড়াচ্ছে।’
আবির মাহমুদ বলেন, ‘আপু এতো কমেন্ট করেছি আপনার সকল পোস্ট এ যে আর কমেন্ট করার ভাষা খুঁজে পাচ্ছি না। তাও বলছি শাড়িতে আপনাকে আরও বেশি সুন্দর লাগছে।’
প্রসঙ্গত, শোবিজ অঙ্গনে আসার পরে নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মেহজাবীন। উপহার দিয়েছেন অসংখ্য নাটক। এরপর অভিনয় দক্ষতার কারণে নাটকের পাশাপাশি চলচ্চিত্র জগতে পা রেখেছেন।
Leave a Reply