পেরুতে বাইডেন-শি বৈঠক

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:০৯

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

গতকালের (১৬ নভেম্বর) বৈঠকে তাদের মধ্যে সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতো মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

দুই নেতা সব বিষয়ে একমত না হলেও নিজেদের মধ্যে ‘অকপট’ ও ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন বাইডেন।
দুই দেশের সম্পর্কের মধ্যে ‘উত্থান-পতন’ থাকার কথা স্বীকার করে শি বাইডেনকে বলেছেন, সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরেও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।

রাশিয়ার-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে উদ্বিগ্ন বাইডেন বৈঠকে উত্তর কোরিয়ার বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছেন। খবর বিবিসি

দুই নেতা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে ছেড়ে না দিয়ে মানুষের হাতে রাখার ব্যাপারে একমত হয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। তারা এআই-এর সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, বেইজিংয়ের কাছে ৫০০টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড আছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা সম্ভবত হাজার ছাড়িয়ে যেতে পারে।

Leave a Reply