সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে পালনের জন্য সাতক্ষীরার তালা উপজেলার ১২ টি ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি‘র এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রিয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদেও সভাপতি ও উপজেলা বিএনপি‘র সভাপতি মৃনাল কান্তি রায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন,তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি আলী হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, আব্দুর রকিব, মো: কামরুজ্জামান, যুবদল নেতা মোশারাফ হোসেন মন্টু, তালা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক নারায়ন মজুমদার, পুলক পালসহ সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভয়ভীতির উর্ধে থেকে শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা পালনে বর্তমান অন্তবর্তী সরকার সবধরনের সহযোগী দিবেন বলেন জানানো হয়।
Leave a Reply