পাইকগাছার দেলুটিতে বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ অক্টোবর ৩০, ২০২৪, ০১:৫৬

পাইকগাছা অফিস : পাইকগাছার দেলুটিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের দেলুটি ইউনিয়ন শাখা আয়োজিত পতিত আওয়ামী সরকারের অপতৎপরতা রুখে দিতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী তাঁতী দল দেলুটি ইউনিয়ন শাখার সভাপতি নুর মোহাম্মদ সানা সভাপতিত্ব জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডা. আ. মজিদ। উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দল উপজেলা শাখার আহ্বায়ক টিএম মঈনউদ্দীন শিমুল। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল  উপজেলার শাখার সদস্য সচিব মারুফুল হক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও পৌর যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুদ্দিন সুমন।  সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, মেসের আলী সানা, মজিবুর রহমান, প্রনব কান্তি মণ্ডল, সরদার ফারুক, আবুল কাশেম সরদার, আসাদুজ্জামান খোকন, প্রভাষক মনিরুজ্জামান মনি, কাজী মজিবুর রহমান, হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, নাজমুল হুদা মিন্টু, রাসেল হুসাইন, রায়হান পারভেজ টিপু, এসএম শামসুজ্জামান, মোস্তাকিম গাজী, মাসুম হাজরা, আবু হানিফ মিলন, শহিদুর রহমান, রাজেশ রায় রাজা, মুরাদ হোসেন, ইদ্রিসুর রহমান, বাহারুল ইসলাম, কুদ্দুস গোলদার, জুলফিকার, ওসমান, রাশেদুজ্জামান, জনি, নাহিদ সহ অনেকে।

Leave a Reply