পাইকগাছায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিতঃ নভেম্বর ২, ২০২৪, ১৫:০৯

পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উদযাপনের সূচনা লগ্নে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলায়তনে সমাপ্তি ঘটে। সেখানেই “সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি এম মোসলেম উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ষোলআনা সমবায় সমিতি লি. সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, সমবায়ী প্রাণকৃষ্ণ দাশ, বস্ত্র ব্যবসায় সমিতির সভাপতি অমরেশ মন্ডল, পোনার সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, পঞ্চানন সানা, বিদ্যুৎ বিশ্বাস, সুশীল সানা, ভোল্টোন মন্ডল। এ সময় উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সমবায় সমিতির সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, উপজেলায় মোট সমিতির সংখ্যা ৫৬৭ টি, সদস্য সংখ্যা ১৬ হাজার ৯ শত ৮০ জন, শেয়ার মূলধন ২৯৮.৮৪, সঞ্জয় আমানত ৭৮৫.৮৬, কর্জ ৩১৪.৪৫, কার্যকরী মূলধন ৮৭৫.৭৩। এ বছর পাইকগাছা কাঁকড়া সমবায় সমিতি লিঃ জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত পাওয়ায় এবং গতবার ষোলআনা সমবায় সমিতি লিঃ স্বর্ণ পদকপ্রাপ্ত হওয়ায় সমবায়ীদের কে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

Leave a Reply