পাইকগাছা অফিস : “উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার” প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উভয় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পপি রায় । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা’র সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ (তুহিন), উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, দেবদাস রায়, এসএম মফিজুর রহমান, মোঃ এনামুল হক, মোঃ ইয়াছিন আলী খান,মোঃ আফজাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী সহ সাংবাদিক বৃন্দ। দিবসটির শুরুতেই ” ইঁদুর এর দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যকের আলোকে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০২৪, ১৫:৪৭
Leave a Reply