ভয়েজ ডেস্ক : অদ্য সকাল ১১টায় জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রার অব্যবহৃত অর্থ দিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রামে জেলা পূজা উপযাপন পরিষদের উদ্যোগে বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে পৌঁছে দেয়া হয়। নেতৃবৃন্দ মানবতার সেবায় খুলনা জেলা পূজা পরিষদের তহবিলে যারা আর্থিকসহ সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ স¤পাদক বিমান সাহা, সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, মহিলা সম্পাদিকা শোভা রানী হালদার, জেলা পূজা পরিষদের উপদেষ্টা মৃণাল কান্তি বিশ্বাস, শিলা রানী মণ্ডল, প্রবীর রায়, মাধুরি মণ্ডল, সহ-মহিলা সম্পাদিকা চঞ্চলা মণ্ডল, পূজা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-পূজা বিষয়ক সম্পাদক দীপংকর সাহা বাবু, সম্মানিত সদস্য রঞ্জন কুমার সাহা, রণজিৎ বোস, অজয় নন্দী, অঞ্জনা সাহা, জয়ন্তী সাহা, পূর্ণিমা পাল, সজীব কুমার শীল, লিটু বিশ্বাস, বাপ্পী সরকার, শুভ সরকার, জয়দেব কুমার জয়, চন্দন শীল প্রমুখ।
খুলনা জেলা পূজা পরিষদের উদ্যোগে
পাইকগাছায় বন্যাদুর্গত মানুষদেরকে মানবিক সহায়তা
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১৫:৫৮
Leave a Reply