পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে এ পৃথক সভা দু’টি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, চলতি দায়িত্ব ওসি তুষার কান্তি দাস। এসময় উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ডা: মোঃ ইব্রাহিম গাজী, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ সফিউর রহমান, সমাজসেবা অনাথ কুমার বিশ্বাস, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল হুদা, পিআইও ইমরুল কায়েস, সিনি. শিক্ষক মোঃ ইমরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেরিন অফিসার মোঃ কাওছার হোসেন আকন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আ. ছালাম কেরু, প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ বাবলু সরদার, সাংবাদিক এম মোসলেম উদ্দিন, আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, আ. হাশেম, ইউপি সদস্য পীযুষ কান্তি মন্ডল, মোঃ ইউনুছ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকা দিতে সকলকে উদ্বুদ্ধকরণ, চুরি ও মাদক নিয়ন্ত্রণ, পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা, দুর্বল ভেড়িবাঁধ সংস্কার করা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাসস্ট্যান্ড নির্মাণ সহ আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন জনসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পাইকগাছায় উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২৪, ২২:০৭
Leave a Reply