পশ্চিম সুন্দরবনে ৫ বনদস্যূ বাহিনীর দৌরাত্ব

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৩৭

সাতক্ষীরা প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনে লোকালয় থেকে শুরু করে গভীর বঙ্গোসাগর পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে ৫ বনদস্যু বাহিনী প্রতিনিয়ত মুক্তি পণের দাবিতে অপহরণ করছে অসহায় জেলেদের এদের মুক্তিপণের পরিমাণ এত বেশি তাতে জেলেদের পরিশোধ করার মতো কোনো উপায় নেই এ ব্যাপারে ২৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন এলাকার জেলেরা সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের মুখে শোনা যায় আওয়ামী লীগের আমলে যে সমস্ত বনদস্যুরা সরকারের কাছে আত্ম সমর্পণ করছিল সেই সমস্ত বনদস্যু বাহিনী মঞ্জু, মিলন পাটোয়ারী,আলিম বাহিনী,বড় ভাই বাহিনী,ও হামিদ বাহিনী। তাদের মুক্তিপণের পরিমাণ ৫০/৭০ টাকা পর্যন্ত জেলেরা টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাদেরকে গহীন বনে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছে শ্যামনগর উপজেলার হরিনগর ও দক্ষিণ কদমতলা গ্রামের জেলেরা জানান আত্ম সমর্পণ কৃত দক্ষিণ কদমতলা গ্রামের মালেক মল্লিকের পুত্র খলিলুর রহমান ও তার আত্মীয়-স্বজনরা সুন্দরবন এ গেলে বনদস্যু রা তাদের কিছু বলছে না অথচ অন্যদের পেলে অপহরণ করে বড় ধরনের মুক্তিপণ আদায় করছে। সে কারণে এলাকা বাসী মনে করছে খলিলুর এর সাথে বনদস্যূদের যোগাযোগ হচ্ছে ৫ বনদস্যূ বাহিনী পৃথক পৃথকভাবে জেলেদের অপহরণ করে মোটা অংকের টাকা আদায় করছে। যার ফলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার জেলেরা ৩ সপ্তাহ যাবত বনে প্রবেশ করতে না পারায় তাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়েছে ইতিমধ্য সাতক্ষীরা শহ কারী বন সংরক্ষক এ জেড এ হাসানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা সুলাইমান হোসেনের নেতৃত্বে পশ্চিম সুন্দরবনের শুকদে নামক স্থান থেকে অপহরণকৃত ১০ জেলেকে বনদস্যু মঞ্জু বহিনর কাছ থেকে উদ্ধার করে তাদের বাড়ি পাঠিয়ে দেয় তাদের সকলের বাড়ি হরিনগর ও চুনকুড়ি গ্রামে এক্ষুনি বনদস্যূদের বিতাড়িত না করতে পারলে একদিকে জেলেরা পড়বে মহা বিপদে অন্যদিকে সরকার বঞ্চিত হবে রাজস্ব থেকে।

Leave a Reply