ভয়েজ ডেস্ক : খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালি নগর বাঁধ ভাঙ্গন এলাকা,নোয়াই মসজিদ এলাকা, দারুন মল্লিক এলাকাসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় বন্যার্তদের তাঁবুতে আর্থিক সহায়তা প্রদান করে শিক্ষকদের প্রতিনিধি দল। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন কালি নগর বাঁধ ভেঙ্গে আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে, ফসলের ক্ষেত, মাছের ঘের বন্যার পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমানের নেতৃত্বে মাওঃ হেলাল উদ্দিন,জি এম গোলাম কিবরিয়া, মাওঃ কামাল হুসাইন, হাফেজ মাজহারুল ইসলাম, হাফেজ মুহাম্মদ উল্লাহ, মোঃ আল আমিন, মোঃ আবুল হাসান, হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান,মাওঃ আকরামসহ প্রমুখ শিক্ষকবৃন্দ। আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন করে সহকারী প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমান এই মহতী উদ্যোগে যারা সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানান এবং বন্যার্তদের জন্য সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম বলেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা মিডিয়ার মাধ্যমে বন্যার্তদের দুরবস্থা দেখে স্ব- উদ্যোগে আর্থিক অনুদান সংগ্রহ করে, শিক্ষক ও অভিভাবকবৃন্দ সকলে সাধ্যমতো আর্থিক অনুদান দেওয়ার ফলে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ
ন্যার্তদের সহযোগিতায় পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা
প্রকাশিতঃ সেপ্টেম্বর ৫, ২০২৪, ১৭:২০
Leave a Reply