নলছিটিতে দুর্ধষ চুরি

প্রকাশিতঃ অক্টোবর ২১, ২০২৪, ১৬:৫৮

বরিশাল : ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিন ডেবরা গ্রামের মো. কালাম ব্যাপারীর গৃহে দুর্ধষ চুরি হয়েছে। এছাড়াও সম্প্রতি গ্রামাঞ্চলে চুরি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামের কালাম ব্যাপারী জানান, গত শুক্রবার সকালে তার শালিকার (স্ত্রীর বোন) মেয়ের বিবাহ অনুষ্ঠানে স্ত্রী শারমিন বেগমকে নিয়ে বরিশালে যান। সেখানে বিবাহ অনুষ্ঠান শেষ করে রবিবার বাড়ি ফিরে দেখেন তার বসত ঘরের দরজা ভাঙ্গা। ওই সময় গৃহে প্রবেশ করেই দেখেন স্বর্ণাংকারসহ বাসার সমস্ত জিনিসপত্র চুরি হয়েছে। নলছিটি থানার ওসি জানান, অভিযোগ পেলে অবশই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply