ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত।
আজ বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের গ্রেফতারের আদেশ দেন। গ্রেফতারির পর, বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যামামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে সাড়া দিয়ে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।
Leave a Reply