নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড?

প্রকাশিতঃ অক্টোবর ২০, ২০২৪, ১৩:৪২

ক্রীড়া ডেস্ক : ২০০৯ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড, ২০১৬ তে ওয়েস্ট ইন্ডিজ। আট আসরের বাকি ছয়টিতেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সেই দলটি এবার সেমিফাইনালে হোঁচট খেয়েছে। তাদের হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকা। শিরোপার লড়াইয়ে প্রোটিয়াদের সঙ্গে লড়বে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারানো নিউজিল্যান্ড। যে দলই জিতুক না কেন, এবার নতুন চ্যাম্পিয়নকে পাচ্ছে বিশ্ব।

চলতি আসরে দুই দলের পথচলা ছিল প্রায় একই রকমের। দুই দলই আলাদা গ্রুপের, হয়েছিল গ্রুপ রানার্সআপ। দুটি দলই সেমিফাইনালে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। রবিবার রাত ৮টার ম্যাচ শেষে যে কোনও একটি দল গৌরব অর্জন করবে, আরেক দলের হৃদয় ভাঙবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল নাগরিক টিভি।

এনিয়ে দ্বিতীয়বার ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা, আর নিউজিল্যান্ডের জন্য এই অভিজ্ঞতা হতে যাচ্ছে তৃতীয়বার। ২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে হৃদয় ভেঙেছিল নিউজিল্যান্ডের। গতবার শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ানদের কাছে হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১৬ বার। পরিসংখ্যানে একক আধিপত্য নিউজিল্যান্ডের। ১১ বার জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার জয় চারটি। বাকি ম্যাচ ফলশূন্য ছিল।

কিন্তু পরিসংখ্যান দিয়ে বিচার করা অনর্থক। ক্রিকেটে নিজেদের দিনে যে কোনও দলই অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে দিতে পারে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল দেখার প্রত্যাশা। শেষ পর্যন্ত কোনও দল শ্রেষ্ঠত্ব অর্জন করে, সেটাই দেখার অপেক্ষা।

Leave a Reply