নড়াইলে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিতঃ নভেম্বর ২১, ২০২৪, ১২:০০

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অপূর্ব কুমার বকসী অশ্রুসিক্ত নয়নে সহকর্মী ও শিক্ষার্থীদের নিকট থেকে অবসরজনিত বিদায় নিলেন।
বুধবার (২০ নভেম্বর) ছিল তার শেষ কর্ম দিবস। এদিন সকালে বিদ্যালয়ের হলরুমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইকলিম হোসেন। এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক অপূর্ব কুমার বকসী। তার বক্তব্যে অশ্রুসিদ্ধ হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা।
এ সময় আরো বক্তব্য দেন এ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডালিম মোল্লা ও শহিদুল। বক্তব্য দেন শিক্ষক তরুণ কুমার বিশ্বাস, সৌমিত্র বিশ্বাস, মিতা রানী, রাহুল রায়, রওশনারা খানম, হীরা বিশ্বাস,ফারিয়া খানম, তনুপা প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্যরা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন। ফুলের মালা গলায় দিয়ে বিদায়ী প্রধান শিক্ষককে আবেগ ঘন পরিবেশের মধ্য দিয়ে তার বাড়ি পৌঁছে দেন।

Leave a Reply