নড়াইলে কৃষি ব্যাংকের সাবেক আরএম প্রতাপ কুমার আ’লীগের দাপুটে নেতা

প্রকাশিতঃ অক্টোবর ২৪, ২০২৪, ১৪:০৮

নড়াইল প্রতিনিধি: নড়াইলে কৃষি ব্যাংকের সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) প্রতাপ কুমার বিশ^াসের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়ানোর অভিযোগ উঠেছে। বাংলাদেশ কৃষি ব্যাংক চাকুরী প্রবিধানমালা ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে কৃষি ব্যাংকের এ কর্মকর্তা দলবাজি চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, তিনি পেশাজীবী রাজনৈতিক কমিটির পদে আছেন। নিয়মিত অংশ নেন দলের কর্মসূচিতে। সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) পদ মর্যাদার বিকেবি নড়াইল অঞ্চলের সাবেক আরএম প্রতাপ কুমার বিশ^াস দীর্ঘদিন ব্যাংকিং পেশার পাশাপাশি রাজনৈতিক স্বীকৃতিপ্রাপ্ত আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নিয়মিত অংশ নেন দলের বিভিন্ন কর্মসূচিতে। এমনকি ওই রাজনৈতিক সংগঠনের নামে কৃষি ব্যাংকের নড়াইল শাখা থেকে নিয়মিতভাবে অনলাইনে মোটা অঙ্কের চাঁদাও প্রদান করেছেন প্রতাপ কুমার বিশ^াস। তখনকার ক্ষমতাসীন বাংলাদেশ আ’লীগের এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু পরিষদের কমিটির পদে থেকে সরকারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে কৃষি ব্যাংকের সর্বোচ্চ নির্বাহী ব্যবস্থাপনা পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছেন তাঁরই অধীনস্ত কর্মচারী ওমর ফারুক বিশ^াস।
বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নড়াইল অঞ্চলের সাধারণ সম্পাদক ওমর ফারুক বিশ^াস স্বাক্ষরিত লিখিত অভিযোগ সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিকেবি’র ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দফতরে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২০২১ সালের আগষ্টে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার ৩৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয় কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এসএম মালেক। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ওই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মন্ডলী’র তিন নম্বর ক্রমিকের পদে নড়াইল অঞ্চলের সাবেক আরএম প্রতাপ কুমার বিশ্বাসের নাম রয়েছে। এ নিয়ে তখন থেকেই একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাকে সরাসরি রাজনৈতিক কমিটিতে পদ দেয়া নিয়ে ব্যাংকের ভেতরে-বাইরে সর্বত্রই সমালোচনা শুরু হয়। তিনি কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনসহ উক্ত সংগঠনের খুলনা মহানগর শাখার অফিসে নিয়মিত যাতায়াত এবং বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে ব্যাংক বহির্ভুত কর্মকান্ড সংঘটনের মাধ্যমে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমনকি গত ২০২২ সালের ২০ নভেম্বর থেকে প্রতাপ কুমার বিশ্বাস নড়াইলে আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব পালনকালে নড়াইল শাখা হতে নিয়মিত অনলাইনে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার কমিটির নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিউমার্কেট শাখা,খুলনাতে পরিচালিত সঞ্চয়ী হিসাব নং-১৩২০-০৩১০০৩৯০৪৫-তে তাঁর নিজ নামে চাঁদা প্রদান করেছেন। লিখিত অভিযোগপত্রের সাথে এ সংক্রান্ত অনলাইন জমা স্লিপ ও একটি হিসাব বিবরণীসহ প্রমাণক কপিও সংযুক্ত করেছেন অভিযোগকারী। অথচ বিদ্যমান বাংলাদেশ কৃষি ব্যাংক (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী প্রবিধানমালা,২০০৮ এর ৩৭ নং (অনুচ্ছেদের ২(ক) তে বলা আছে, কোন কর্মচারী-কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করিবেন না, উহার সাহায্যার্থে চাঁদা দান বা অন্য কোন উপায়ে উহার সহায়তা করিবেন না এবং ব্যাংক বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোন কার্যকলাপে নিজেকে জড়িত করিবেন না। অথচ সুস্পষ্ট এ চাকুরী’র প্রবিধানমালা’র নির্দেশনা লংঘন করে এজিএম প্রতাপ কুমার বিশ্বাস নিয়মিতই রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং এর সাহায্যার্থে চাঁদা প্রদান করেছেন। এছাড়া সরকারি চাকরিতে কর্মরত থেকে নিয়মিতই সরাসরি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী,সভা, সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করতেন। রাজনৈতিক বিরোধী পক্ষকে দমন-পীড়নের জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়েছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালারও সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে,সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না। অথচ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে ওই কর্মকর্তা আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে বহাল তবিয়তে আছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিকেবি নড়াইল অঞ্চলের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান,‘প্রতাপ শুধু রাজনৈতিক পদে ছিলেন, এমন নয়, দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নেন, সভায় বক্তব্য রেখেছেন এবং চাঁদা প্রদান করেন ।’
আরএম প্রতাপ বিশ্বাসের কর্মকালীন সময়ে নড়াইল আঞ্চলিক কার্যালয়ে কর্মরত কর্মচারী রফিকুল ইসলাম বলেন, ‘ প্রতাপ বিশ্বাস দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আ’লীগের কর্মসূচিতে তাঁর (প্রতাপের) সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি মূলত আমার মাধ্যমেই বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে থেকে সংগঠনের নামে খুলনার নিউমার্কেট শাখায় পরিচালিত সঞ্চয়ী হিসাব নাম্বারে নিয়মিত চাঁদা পাঠাতেন।’
এদিকে, সম্প্রতি বিকেবি নড়াইলের সাবেক আরএম প্রতাপ কুমার বিশ্বাসের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণের মাধ্যমে অর্থ আত্নসাৎ, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শাস্তিমূলক বদলির আদেশে সিলেট বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি ব্যাংকের নড়াইল অঞ্চলের সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) প্রতাপ কুমার বিশ^াস বলেন,‘ এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়। একই প্রসঙ্গে বিকেবি নড়াইল অঞ্চলের বর্তমান আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মো.বদরুল হোসেন বলেন,‘সরকারি চাকরিজীবী হয়ে রাজনীতির সাথে যুক্ত থাকার কোন সুযোগ নেই।’

Leave a Reply