নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় করেছেন নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবির। বুধবার (০২ অক্টোবর) কালিয়া থানার আয়োজনে থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.তরিকুল ইসলাম, জামাত নেতা হাফেজ মো. জাকারিয়া মোল্যা, কালিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব স ম ওহিদুজ্জামান মিলু, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামানসহ থানার বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় আগত সুধীজনেরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশ সুপার সে বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ।
নড়াইলের কালিয়ায় পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৪, ১৬:২৮
Leave a Reply