ডেস্ক নিউজ : নগরীতে চুরির উপদ্রব বেড়েই চলেছে। সুযোগ পেলেই চুরি হচ্ছে মটর সাইকেল, ইজিবাইক, পানির মটরসহ বিভিন্ন মালামাল। তাছাড়া দিন-দুপুরে বাড়ি ঘরে প্রবেশ করে সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। নগরবাসীর অভিযোগ দ্রব্যমূল্যের উর্ধগতি এবং কর্ম সংকটের কারণে চুরি ছিন্তাই বেড়েই চলেছে।
নগরীর খানজাহান আলী থানা এলাকার মিরেরডাঙ্গায় বেসরকারি সংস্থা উদ্দীপন অফিসের গ্যারেজ থেকে গত ১১ নভেম্বর বিকেলে বাপ্পী কুমার নন্দীর মটর সাইকেল চুরি হয়। তিনি তার ইয়াহামা ফেজার ১৫০ সিসি লাল রংয়ের মটর সাইকেলটি গ্যারেজে রেখে অফিসের ভিতরে প্রবেশ করেন। (যার রেজিঃ নম্বর খুলনা মেট্রো-ল ১২-০৮৬২, ইঞ্চিন নং-এ৩ঔ৩ঊ০১৬৩৮৩৩, চ্যাসিস নং-গঊ১জএ৪৪৪ইঐ০০১৬১৮১)। পরে কাজ সেরে গ্যারেজে এসে দেখেন তার মটর সাইকেলটি নেই। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে না পেয়ে খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করেন। থানার সাধারণ ডায়রি নম্বর ৫৫৮ তারিখ ১১/১১/২৪।
বিষয়টি নিয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সংবাদটি পেয়েই নগরীর বিভিন্ন পয়েন্টে খোঁজ লাগানো হয়েছে। মটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। খোঁজ পেলেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।
নগরীর খানজাহান আলী থানা এলাকা থেকে মটর সাইকেল চুরি
প্রকাশিতঃ নভেম্বর ১৩, ২০২৪, ১৬:৩২
Leave a Reply