দৌলতপুর প্রতিনিধি : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। দুস্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই উল্লেখ করে হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি। সোমবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর দৌলতপরস্থ মধ্যডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুবদল নেতা এম এম জসিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেন। সম্মেলন উদ্বোধকে ছিলেন দৌলতপুর থানা বিএনপির আহবায়ক এম মুর্শিদ কামাল।
এ সময় উপস্হিত ছিলেন, রেহানা ঈসা,
শফিকুল ইসলাম হোসেন, নুরুল হাসান রুবা, শেখ সাদী, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল,
লিয়াকত হোসেন লাভলু, নেহিবুল হাসান, বেলায়েত হোসেন, খবির উদ্দীন, জয়নাল আবেদীন, আনসার আলী, ইকবাল কবির, মাঈনুল ইসলাম, সরদার আরব আলী, আরমান হোসেন, রাসেলুজ্জামান, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, হুমায়ুন কবির, রকিবুল ইসলাম মিঠু, এলেম হাওলাদার, মিজানুর রহমান,শেখ নাজিম, লতিফ মোড়ল, হাসান সালাউদ্দিন, এনায়েত হোসেন, সেলিম আহ্সান, সালমা বেগম, আল আমিন রতন, জাকির হোসেন, মাহবুব হোসেন, রবিউল ইসলাম, মাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন রিপ্পি, মিজানুর রহমান মৃদুল, হাসিবুর রহমান শোভন, শেখ আব্দুল্লাহ্ মামুন, মোঃ মুরাদ হোসেন, মনিরুজ্জান লিটনসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মিঠু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন বিজয়ী হন।
দৌলতপুর ৩নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুিষ্ঠত
প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪, ২৩:৫৮
Leave a Reply