দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:৩২

ডেস্ক নিউজ : বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাঁকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। ১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার রাতে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিমানবন্দর থানার মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।

Leave a Reply