দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি এলাকায় চুরি অপতৎপরতা চরমে। মানুষের কাটছে নিদ্রাহীন আতঙ্কে রজনী। বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার সবকিছুতেই নিরাপত্তা ঝুঁকি শান্তিপ্রিয় মানুষের।
সরেজমিনে জানা যায়, রাতে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় এর পাশে ফরহাদ মাস্টারের ভ্যারাইটিয়াবাড়ী, রামিম সেনহাটি ক্যাসিয়াই ক্লাব, রবিউল ইসলাম কালীমন্দিরের পিছনে, আলি আব্দার রাজু ব্যাংকার গোয়ালপাড়া সহ ৪ বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের সাথে। তিনি দৈনিক জন্মভূমি প্রতিনিধি কে বলেন, ঘটনা তদন্তের জন্য পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টার সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
দিঘলিয়ায় বেড়েছে চোরের উপদ্রব
প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২৪, ১২:৪০
Leave a Reply