দিঘলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৬:২৮

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলায় আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋনের চেক, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ কর্মসূচীর মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুক্রবার ১লা নভেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রাতুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, উদ্যোক্তাদের পক্ষে শাহেদ বিন জাহিদ, পাপিয়া খাতুনসহ অত্র দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply