দাকোপে যুব উন্নয়ন সেবা সংক্রান্ত গণ শুনানী

প্রকাশিতঃ অক্টোবর ২৩, ২০২৪, ১৫:৪৩

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা সংক্রান্ত বিষয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিএনআরএস ইভলভ প্রকল্পের আওতায় উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) গণ শুনানীর আয়োজন করেন।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা সিএসও নেটওর্য়াকের সদস্য কালিপদ রায়ের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মিলন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও সদস্য রওশন আরা, বিনীতা রায়, দিপায়ন বিশ^াস প্রমুখ। শুনানী শেষে বিভিন্ন প্রশিক্ষণের বিজ্ঞপ্তি ইউনিয়নের নোটিশ বোর্ডে ঝুলানো, যুব ঋণ সংক্রান্ত বিকল্প শর্ত, অনলাইন যুবসেবা, সোসাল মিডিয়ায় যুবসেবা, সিটিজেন চার্টার স্থাপনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

Leave a Reply