দাকোপে বাল্য বিবাহ বাৎসরিক কর্মপরিকল্পনা কর্মশালা

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০২৪, ১৮:৪১

দাকোপ (খুলনা) প্রতিনিধি : দাকোপে বাল্য বিবাহ পরিস্থিতি বিশ্লেষণ এবং বাল্য বিবাহ কমাতে বাৎসরিক কর্মপরিকল্পনা বিয়ষক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের-২ সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের হেলথ নিউটেশন সিস্টেম স্ট্রেন্দেনিং স্পেশালিস্ট স্টিফেন হেমব্রমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ অজিহুর রহমান, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার আজিজুল হক, এ্যাড্রা বাংলাদেশর ম্যানেজার পল বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, বিবাহ রেজিঃ কাজী ইমদাদুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূঁইয়া, ইউপি সচিব ইমরান হোসেন, প্রদীপ কুমার সাহা, গোবিন্দ রায়, সঞ্জিত বাকচি, ইউপি সদস্য মিন্টু গাজী প্রমুখ।

Leave a Reply