দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রার ইউএসএআইডি প্রকল্পের উদ্যোগে প্রাণী সম্পদ পরিষেবা প্রদানকারী সমিতি, মেডিসিন, ফিড কোম্পানী, কৃষক এবং উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সাথে ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রাণী সম্পদের উন্নয়নে চিকিৎসা সেবা এবং মান সম্মত ঔষধ ব্যবহারের বিষয় তুলে ধরে বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। আলোচনা করেন এক মি’র এরিয়া ম্যানেজার মোঃ আলিম উদ্দিন। নবযাত্রা প্রকল্প-২ এর ইকোনমিক এন্ড মার্কেট সিস্টেম স্পেশালিষ্ট মোসাঃ লেবনা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রাণী সম্পদ সংশ্লিষ্ট কর্মরত এ এইচ এসপি মলয় সানা, নিউটন মিস্ত্রি, সেলিম হোসেন, সনদ রায়, টিকেন রায়সহ ৩১ জন উপস্থিত ছিলেন।
দাকোপে নবযাত্রার আয়োজনে ত্রৈমাসিক সভা
প্রকাশিতঃ অক্টোবর ১৬, ২০২৪, ১৫:৫৫
Leave a Reply