দাকোপে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৪:১৫

দাকোপ (খুলনা) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ,ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এ দিবস পালনের আয়োজন করেন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, অধ্যক্ষ অসীম কুমার থন্দার, প্রেস ক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্দা অহেদ আলী গাজি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপকার ভোগী শাওন সরকার, রসুল সানি, মিনারা খাতুন প্রমুখ।

Leave a Reply