দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য নগদ অর্থ প্রদান

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৬:০৬

ভয়েজ ডেস্ক : দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশে চলমান পানি বন্যা দুর্যোগে বন্যাত্তোর কালে দুর্গতদের মাঝে বিতরণের জন্য নগদ অর্থ এবং বেশ কিছু ত্রান সামগ্রী সংগ্রহ করা হয়। ছাত্রদের পক্ষে মালামাল সামগ্রী গ্রহণে কিছু সমস্যা থাকায় অদ্য ০২.০৯.২৪ তারিখ সোমবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: নাঈম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের কাছে শুধুমাত্র নগদ অর্থ প্রদান করা হয়।

এসময়ে পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের অন্যতম উপদেষ্টা , সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম, প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহা. সাহেব আলি, মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা রোটারিয়ান কামরুল করিম বাবু, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, মো: আলী হোসেন, মাস্টার সিয়াম হোসেন, ছাত্র প্রতিনিধিদের পক্ষে সাদাত, রাশেদ, জহিরুল প্রমুখ। ত্রাণ সামগ্রী সমূহ পাইকগাছা দেলুটি এলাকায় বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply