তালার নিরিবিলি বাজারে দুঃসাহসিক চুরি

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১৬:৫৭

তালা প্রতিনিধি : বৃহস্পতিবার দিবাগত রাতে তালা উপজেলার শাহপুর নিরিবিলি বাজারে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক আব্দুল আলী গাজী।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আলী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাই। শুক্রবার সকাল ১০টার দিকে দোকান খুলে দেখি, দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গা, মালামাল এলোমেলো। পরে ক্যাশ বাক্সের ড্রয়ার টেনে দেখি, ড্রয়ারে থাকা ৬৫ হাজার টাকা নেই। এছাড়া সিগারেটসহ অন্যান্য দামী মালামালও নিয়ে গেছে। দোকান ঘরের চাল ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আব্দুল আলী। এ ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।
স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ওয়াজেদ আলী সরদার এবং ইউপি সদস্য শামসুল হুদা পল্টু এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকার মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফারুক হোসেন জানিয়েছেন, নিরিবিলি বাজারে চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply